শনিবার, ১২ জানুয়ারী, ২০১৩

আশ্চার্য হলেও সত্য আলু দিয়ে তৈরী করা যায় ব্যাটারী ! নিজেই তৈরী করে দেখুন



আলু একটি সুস্বাদু খাদ্য,যা আমাদের প্রতিদিনের খাবার তালিকায় কম-বেশি থাকে। আলু থেকে তৈরী হয় হরেক রকমের রেসিপি । আশ্চার্য হলেও সত্য এই আলু দিয়ে তৈরী করা যায় ব্যাটারী । আলু দিয়ে জ্বালানো যাবে ছোট খাটো এলইডি (লাইট ইমিটিং ডায়োড) বাল্ব।আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারেন,আপনার হাতের কাছে  থাকা যন্ত্র্রপাতি দিয়েই । দেখুন তাহলে কীভাবে তৈরী করা যায় আলু ব্যাটারী ।।।


প্রয়োজনীয় যন্ত্র্রপাতিঃ-

১/ আলু
২/ দস্তার পাত
৩/ তামার পাত
৪/ তার প্রয়োজনমত
৫/ সংযোগকারী ক্লীপ
৬/ LED বাল্ব



কার্যপ্রণালীঃ-

আলু মাঝারী বা বড় সাইজের হলে ভালো হয় । তামার পাত আমরা সকলেই চিনি । কিন্তুক দস্তার পাত সকলেই চিনিনা বা হাতের কাছে পাওয়া যায় না । এজন্য আপনারা রেডিও ব্যাটারী বা টি,ভি, রিমোটের নষ্ট ব্যাটারী কাভারের নিচের আংশ অর্থ্যাৎ ব্যাটারী বডিটাই হচ্ছে দস্তার পাত , এই দস্তার পাত সংগ্রহ করে নিতে পারেন । যা হক এবার  কাজের কথায় আশা ষাক , প্রথমেই দস্তার পাত এবং তামার পাত আলুর মাঝে একটি একটি করে ঢুকিয়ে দিন নিচের ছবির মত করে।।
   


একটি আলু থেকে আপনি খুব অল্প পরিমানের ভোল্টেজ পাবেন,যা দিয়ে বাল্ব জ্বালানো সম্ভব নয় । এজন্য আপনাকে কয়েকটি আলু ঠিক একই ভাবে তামা ও দস্তার পাত ঢুকিয়ে সঠিক পোলারিটী অনুযায়ী সংযোগ দিতে হবে । অর্থ্যাৎ একটি তামার পাতের সাথে একটি দস্তার পাত, তার ও ক্লীপ দ্বারা সংযোগ দিন । প্রয়োজনে নিচের চিত্রটি দেখে নিতে পারেন ।।।


এখন তামার পাতের সাথে লাল তার(+) এবং দস্তার পাতের সাথে কলো তার(-) লাগিয়ে নিন।

এবার বাল্ব এর পজিটিভ প্রান্তের সাথে লাল তার এবং নেগেটিভ প্রন্তের সাথে কালো তার সংযোগ দিন (LED বাল্বের পজিটিভ এবং নেগেটিভ চেনার একটি সহজ উপায় আছে।। বাল্বের বড় প্রান্তটি পজিটিভ এবং ছোট প্রন্তেরটি নেগেটিভ)

এবার দেখুন আপনার তৈরী আলু ব্যাটারী কী রকম আলো দিচ্ছে............

NOTE:-যদি বাল্ব না জ্বলে তাহলে আলুর সংখ্যা বাড়িয়ে দিন । এরপরও যদি কাজ না হয় তবে সংযোগ ঠিক আছে কী না ভালো করে দেখে নিন।।।

 প্রয়োজনে ভিডিও দেখে নিতে পারেন নিচের লিংক থেকে।।।

youtube video -1

youtube video -2

youtube video -3

বুধবার, ৯ জানুয়ারী, ২০১৩

ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে ঘাটাঘাটি করেন,তাদের জন্য একটি গুরুত্বপূর্ন Softwear (ECAD)

আসসালামু-আলাইকুম , কেমন আছেন সবাই ,আশা করি সবাই ভাল আছেন ।
আজ আমি আপনাদের সাথে একটি Softwear শেয়ার করব । যা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের কাজের একটি Softwear ,শুধু ইঞ্জিনিয়ার নয় যার ইলেকট্রনিক্স এর উপর আগ্রহ আছে বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে ঘাটাঘাটি করেন,তাদের জন্য একটি গুরুত্বপূর্ন Softwear ।।।ওহ Softwear এর নামইত বলা হল না । Softwear এর নাম Electronic Workbench যা আসলে ECAD । ECAD এর পূর্ন অর্থ হল "Electronic computer aided design" ।।

 এ softwer দ্বারা সকল প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস এর সার্কিট ডায়াগ্রাম অংকন করা,সার্কিট সুবিধা অসুবিধা দেখা ,নতুন সার্কিট তৈরী করা , ছাড়াও আরো অনেক কিছুই করতে পারবেন , মাত্র 6.9মেগাবাইটের Softwearটি দ্বারা ।নিচে Softwear এর ডাউনলোড লিংক দেওয়া হল ।।।।

Softwear কীভাবে কাজ করতে হয় তা পরবর্তী পোষ্টে দেখানো হবে।আশা করি সবাই ভাল থাকবেন,  সুন্দর থাকবেন, স্বুস্থ থাকবেন , নিরাপদে থাকবেন এটাই আমি সব সময় প্রত্যাশা করি, আপনাদের সর্ব সাফল্য আমি একান্ত ভাবেই কামনা করি।
                                                                       ডাউনলোড লিংক:-
                                                    http://www.mediafire.com/?107nypsa5sbjp3t
                                                            

সোমবার, ৭ জানুয়ারী, ২০১৩

খুব সহজে এবং কম খরচে তৈরী করুন ওয়াটার হিটার

আসসালামু-আলাইকুমঃকেমন আছেন সবাই , আশা করি সবাই ভাল আছেন ।এখন শীত কাল,তাই এই শীতে আমি  আপনাদে ছোট একটি ট্রিকস শেয়ার করলাম,শিরোনাম দেখে হয়ত বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি্‌,হ্যাঁ আপনাদেকে দেখাব কীভাবে ওয়াটার হিটার বানাতে হয়।

আপনার যা যা প্রয়োজনঃ-
১/একটি ব্লেড
২/তার প্রয়োজন মতঃ
৩/একটি ছোট কাঠ বা বাঁশের টুকরা
৪/সুতা প্রয়োজন মত


কাজের ধারাঃ-
১/প্রথমে কাঠের বা বাঁশের টুকরা কে সুন্দর করে কেটে নিতে হবে।নিচের চিত্রের মত করে



২/ব্লেডকে ২ভাগ করে, তারের এক প্রান্তে আলাদা আলাদা ভাবে জোড়া দিন । প্রয়োজোনে নিচের চিত্রটি দেখে নিতে পারেন

৩/এবার সুতো দিয়ে ভালো করে বেঁধে নিন


৪/তারের অপর প্রান্তে প্লাগ লাগান।



কাজ শেষ ,এবার আপনার তৈরী ওয়াটার হিটার পরীক্ষা করে দেখুন কেমন হল


সাবধানতাঃ-
১/পানিতে লবণ , চা-পাতি , দুধ বা অন্য কিছু না মেশানই ভাল
২/লাইনে থাকা অবস্থায় কখন পানিতে হাত দেবেন না
৩/প্লাষ্টিকের জগ বা মগে পানি গরম দিবেন।এ্যালুমিনিয়াম বা এ জাতিয় পত্রে পানি গরম দেওয়া যাবেনা
৪/খেয়াল রাখতে হবে কোন ভাবেই যাতে দুটি তার বা ব্লেডের দুই অংশ এক না হয়

আশা করি সবাই ভাল থাকবেন,  সুন্দর থাকবেন, স্বুস্থ থাকবেন , নিরাপদে থাকবেন এটাই আমি সব সময় প্রত্যাশা করি, আপনাদের সর্ব সাফল্য আমি একান্ত ভাবেই কামনা করি।