সোমবার, ৭ জানুয়ারী, ২০১৩

খুব সহজে এবং কম খরচে তৈরী করুন ওয়াটার হিটার

আসসালামু-আলাইকুমঃকেমন আছেন সবাই , আশা করি সবাই ভাল আছেন ।এখন শীত কাল,তাই এই শীতে আমি  আপনাদে ছোট একটি ট্রিকস শেয়ার করলাম,শিরোনাম দেখে হয়ত বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি্‌,হ্যাঁ আপনাদেকে দেখাব কীভাবে ওয়াটার হিটার বানাতে হয়।

আপনার যা যা প্রয়োজনঃ-
১/একটি ব্লেড
২/তার প্রয়োজন মতঃ
৩/একটি ছোট কাঠ বা বাঁশের টুকরা
৪/সুতা প্রয়োজন মত


কাজের ধারাঃ-
১/প্রথমে কাঠের বা বাঁশের টুকরা কে সুন্দর করে কেটে নিতে হবে।নিচের চিত্রের মত করে



২/ব্লেডকে ২ভাগ করে, তারের এক প্রান্তে আলাদা আলাদা ভাবে জোড়া দিন । প্রয়োজোনে নিচের চিত্রটি দেখে নিতে পারেন

৩/এবার সুতো দিয়ে ভালো করে বেঁধে নিন


৪/তারের অপর প্রান্তে প্লাগ লাগান।



কাজ শেষ ,এবার আপনার তৈরী ওয়াটার হিটার পরীক্ষা করে দেখুন কেমন হল


সাবধানতাঃ-
১/পানিতে লবণ , চা-পাতি , দুধ বা অন্য কিছু না মেশানই ভাল
২/লাইনে থাকা অবস্থায় কখন পানিতে হাত দেবেন না
৩/প্লাষ্টিকের জগ বা মগে পানি গরম দিবেন।এ্যালুমিনিয়াম বা এ জাতিয় পত্রে পানি গরম দেওয়া যাবেনা
৪/খেয়াল রাখতে হবে কোন ভাবেই যাতে দুটি তার বা ব্লেডের দুই অংশ এক না হয়

আশা করি সবাই ভাল থাকবেন,  সুন্দর থাকবেন, স্বুস্থ থাকবেন , নিরাপদে থাকবেন এটাই আমি সব সময় প্রত্যাশা করি, আপনাদের সর্ব সাফল্য আমি একান্ত ভাবেই কামনা করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন