বুধবার, ৯ জানুয়ারী, ২০১৩

ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে ঘাটাঘাটি করেন,তাদের জন্য একটি গুরুত্বপূর্ন Softwear (ECAD)

আসসালামু-আলাইকুম , কেমন আছেন সবাই ,আশা করি সবাই ভাল আছেন ।
আজ আমি আপনাদের সাথে একটি Softwear শেয়ার করব । যা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের কাজের একটি Softwear ,শুধু ইঞ্জিনিয়ার নয় যার ইলেকট্রনিক্স এর উপর আগ্রহ আছে বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে ঘাটাঘাটি করেন,তাদের জন্য একটি গুরুত্বপূর্ন Softwear ।।।ওহ Softwear এর নামইত বলা হল না । Softwear এর নাম Electronic Workbench যা আসলে ECAD । ECAD এর পূর্ন অর্থ হল "Electronic computer aided design" ।।

 এ softwer দ্বারা সকল প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস এর সার্কিট ডায়াগ্রাম অংকন করা,সার্কিট সুবিধা অসুবিধা দেখা ,নতুন সার্কিট তৈরী করা , ছাড়াও আরো অনেক কিছুই করতে পারবেন , মাত্র 6.9মেগাবাইটের Softwearটি দ্বারা ।নিচে Softwear এর ডাউনলোড লিংক দেওয়া হল ।।।।

Softwear কীভাবে কাজ করতে হয় তা পরবর্তী পোষ্টে দেখানো হবে।আশা করি সবাই ভাল থাকবেন,  সুন্দর থাকবেন, স্বুস্থ থাকবেন , নিরাপদে থাকবেন এটাই আমি সব সময় প্রত্যাশা করি, আপনাদের সর্ব সাফল্য আমি একান্ত ভাবেই কামনা করি।
                                                                       ডাউনলোড লিংক:-
                                                    http://www.mediafire.com/?107nypsa5sbjp3t
                                                            

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন